মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে পচে যাওয়া বিতরণ অনুপযোগী ভিজিএফের ২৩৪ বস্তা চাল মাটি চাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। গত রোববার বিকালে ৭ মেট্টিক টন পচা চাল গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়। পচা চালের দুর্গন্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৭ জুন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকূলে প্রায় ৩১ টন (১০২৭ বস্তা) ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া জেলা প্রশাসন। ২৯ মে খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভা হলরুমে চালগুলো রাখা হয়।
২ জুন থেকে বিতরণ শুরুর প্রস্তুতি নিলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌরসভা কার্যালয়ের ভেতর ৩-৪ ফুট পানিতে ডুবে যায়। এতে অন্যান্য ক্ষয়ক্ষতির সঙ্গে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হওয়ায় বিতরণ অনুপযোগী হয়ে ওঠে। চালগুলো পচে দুর্গন্ধ ছাড়াচ্ছিল।
অবশেষে পৌরসভা কর্তৃপক্ষ গত রোববার পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে চালগুলো মাটি চাপা দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ প্রমুখ।