বাংলাদেশিদের নিমন্ত্রণে গান শোনাতে গেছেন। এরইমধ্যে তিনি গত ২২ জুন প্রথম ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত শোতে গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। এবারই প্রথম আয়েশা মৌসুমী প্যারিসে গিয়েছেন প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে। যে কারণে নিজের পারফর্ম্যান্স নিয়ে তিনি আগে থেকেই বেশ সচেতন ছিলেন যেন গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করা যায়। যদিওবা সঙ্গীতশিল্পী হিসেবে সেখানে আরও কয়েকজন পারফর্ম করেছেন। কিন্তু তারপরও নিজের সঙ্গীত পরিবেশনার সময় ভীষণ সচেতন ছিলেন মৌসুমী। মৌসুমী জানান, প্যারিসে আয়োজিত এই উৎসবে তিনি উপস্থিত বাংলাদেশিদের তার দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে শুনিয়েছেন তার নিজের মৌলিক গানসহ কয়েকটি ফোক গানও। ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’, ‘মেকাপ সুন্দরী’, ‘কমলায় নৃত্য করে’, ‘দুষ্টু কোকিল’, ‘লোকাল বাস’ গানগুলো পরিবেশনের সময় উপস্থিত সব দর্শক শ্রোতা উচ্ছ্বাসে মেতে উঠেন। আয়েশা মৌসুমী বলেন, ‘প্যারিসের প্রবাসী বাংলাদেশিদের নিমন্ত্রণে এসে গান গাইতে পেরে ভীষণ ভালোলেগেছে। প্রতিটি গানেই সবার মধ্যে যে উচ্ছ্বাস আনন্দ আর ভালোলাগা দেখেছি, তাতে সত্যিই ধন্য আমি। প্যারিসের মাটিতে আবারও গান গাইবার স্বপ্ন বুকে নিয়েই প্যারিস ছাড়লাম। আরও পাঁচটি দেশে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে হবে। আশা করছি বাকী দেশগুলোতেও সবাইকে গানে গানে মুগ্ধ করতে পারবো।’ আয়েশা মৌসুমী জানান, আগামী ২৯ জুন বেলজিয়াম, ৫ জুলাই সুইজারল্যা-, ৬ জুলাই ইতালী ও ১৪ জুলাই স্পেনে প্রবাসী বাংলাদেশিদের গান শোনাবেন। আয়েশা মৌসুমী আগামী ১৪ জুলাই দেশে ফিরবেন।