ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শ্রীনগরে কিশোর রবিউল হত্যায় জড়িতদের ফাঁসি দাবি

শ্রীনগরে কিশোর রবিউল হত্যায় জড়িতদের ফাঁসি দাবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের উত্তর নলটেক, ঝাহানাবাদ এলাকায় কিশোর অটোচালক রবিউল ইসলামকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এলাকাবাসীর আয়োজনে উত্তর নলটেক, তিনহালট বাজারে এই কর্মসূচি হয়। মানববন্ধনে রবিউলের মা, বোন, ভাইসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবীরা। উল্লেখ্য, ২১ জুন সন্ধ্যায় উত্তর নলটেক এলাকার মাঠে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত