ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ল ৬৮৭ লাল কোরাল মাছ

১০ লাখে বিক্রি
সেন্টমার্টিনে এক জালে ধরা পড়ল ৬৮৭ লাল কোরাল মাছ

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে এক জালে ৬৮৭টি লাল কোরাল মাছ ধরা পড়েছে। মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। বেশ কিছুদিন ধরে সাগরে মাছ পাওয়া যাচ্ছিল না। হঠাৎ এতো মাছ ও দাম পেয়ে খুশিতে আত্মহারা ট্রলার মালিক ও জেলে পরিবারগুলো। গতকাল বৃহস্পতিবার ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের মৌলভীর শীল এলাকায় মোহাম্মদ জাকারিয়ার মালিকানাধীন ট্রলারে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে মাছগুলো ধরা পড়েছে। পরে ট্রলার ভর্তি মাছ নিয়ে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাটে ফেরেন জেলেরা। ট্রলার মালিক মোহাম্মদ জাকারিয়া বলেন, গত ৬ জানুয়ারি শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিজ ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে ট্রলারটি যাত্রা শুরু করে। ট্রলার মাঝি আবুল কালামের নেতৃত্বে ৯ জন মাঝিমাল্লা ছিলেন। ওইদিন সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে ট্রলারটি নোঙর করা হয়। পরে জেলেরা সেখানে জাল বসান।

গতকাল বৃহস্পতিবার সকালে জালে ধরা পড়ে লাল কোরাল মাছ। ৬৮৭টি মাছ ধরা পড়লেও ১০টি রেখে বাকি ৬৭৭টি মাছ বিক্রি করেছি। একেকটি মাছের ওজন ১ থেকে ৩ কেজি পর্যন্ত হবে। প্রথমে প্রতি মণ ২৪ হাজার টাকা দরে মাছগুলোর দাম হাঁকা হয় ১২ লাখ টাকা। পরে প্রতি মণ ২৩ হাজার টাকা দরে ১০ লাখ টাকায় মাছগুলো বিক্রি হয়। স্থানীয় মৎস্য ব্যবসায়ী রহিম উল্লাহ বলেন, ১০ লাখ টাকায় মাছগুলো ক্রয় করেছি। মাছগুলো বরফ দিয়ে মিস্ত্রিপাড়া ফিশারিজে রাখা হয়। গতকাল বৃহস্পতিবার মাছগুলো কক্সবাজার ও চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। সুস্বাদু কোরাল মাছের কদর দেশব্যাপী। বঙ্গোপসাগরের গভীর জলের মাছ কোরাল সবসময় হাটবাজারে পাওয়া যায় না। এ জন্য এই মাছের দাম কিছুটা বেশি।

এ বিষয়ে টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা বলেন, সুস্বাদু কোরাল কিংবা ভেটকি মাছের কদর দেশব্যাপী। কোরাল মাছ মূলত বঙ্গোপসাগরের গভীর জলের মাছ। এই মাছ সাধারণত ১ থেকে ৯ কেজি ওজনের হয়ে থাকে। এটি উষ্ণমণ্ডলীয় অঞ্চলের মাছ, বিশেষ করে পশ্চিম প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরীয় এলাকায় বেশি দেখা যায়। এ ছাড়া এশিয়ার উত্তরাঞ্চল, কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চল, পূর্ব আফ্রিকার পশ্চিমাঞ্চলেও এ প্রজাতির মাছ রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত