পবিত্র রমজান মাস উপলক্ষে রাজ্ববাড়ীতে ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করেছে জেলা প্রশাসন। মাসব্যাপী এ আয়োজ্বনে সহায়তা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজ্ববাড়ী জেলা শাখা। গতকাল বুধবার রাজ্ববাড়ী পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ আয়োজ্বনে রমজানের পুরো মাসব্যাপী প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বাজার চলবে। এছাড়াও এখানে কোনো ফ্যামিলি কার্ড ছাড়াই প্রতিদিন প্রায় ৮০০ পরিবার ৪৫০ টাকায় টিসিবির পণ্য (২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা) কিনতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজ্ববাড়ী জেলা শাখার নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজ্ববাড়ী জেলা শাখার নেতারা বলেন, রমজানে অনেক ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেয়, যার ফলে সাধারণ ক্রেতারা দুর্ভোগে পড়েন। তাদের সুবিধার কথা মাথায় রেখে এই ন্যায্য মূল্যের বাজার চালু করা হয়েছে। রমজানের পুরো মাসজুড়ে এই বাজার চলবে, যাতে সবাই কম দামে প্রয়োজ্বনীয় পণ্য কিনতে পারেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, রমজানে মানুষ যাতে ন্যায্য মূল্যে পন্য কিনতে পারে, সে লক্ষ্যে মাস ব্যাপী চলবে এ আয়োজ্বন এ বাজারে পন্য ক্রেতা বা বিক্রেতাকে কোনো ধরনের টোল দিতে হবে না। এ বাজার আয়োজ্বনের মাধ্যমে সাধারণ ভোক্তারা উপকৃত হবেন বলে মনে করেন জেলা প্রশাসক।