সাতক্ষীরার শ্যামনগরে বৃদ্ধ চাচার লাঠির আঘাতে ইউনূস আলী (৪২) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার মেডিকেলে কলেজ নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইউনূস আলী উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ব্রক্ষèশাসন গ্রামের মোহাম্মাদ আলী গাজীর ছেলে। জানাযায়, যৌথ মালিকানায় থাকা পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত শুক্রবার বিকালে দুই পক্ষের সংঘর্ষের চাচা রুহুল আমিনের লাঠির আঘাতে তিনি আহত হন। শ্যামনগর থানার ওসি হুমায়ন কবির জানান, মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার আগেভাগে অভিযুক্তরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রযুক্তির সহায়তা নিয়ে আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।