ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ডাকাত দলের পাঁচ সদস্যকে ডাকাতি সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাত দেড়টার দিকে মহাসড়কে ঢাকা মুখি লেনের ফাজিলপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কদমরসুল এলাকার আবুল খায়েরের ছেলে জামান (৪২), একই এলাকার রবিউল হকের ছেলে সুলাইমান (৩৮), বদিউজ্জামানের ছেলে লোকমান হোসেন (৩০), শাহজাহানের ছেলে নাহিদ (২৫)। অন্য গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চররসিত গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইলিয়াস (২৬)। এ সময় আটককৃতদের ব্যবহারিত প্রাইভেট কারের পিছনের অংশ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ২টি স্টিলের পাইপ, ১টি চাকু ১টি ছুরি এবং ২টি লোহার কাটার হ্যাকসা ব্যালেট উদ্ধার করা হয়েছে।
গতকাল ফেনীর মহিপাল হাইওয়ে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে হাইওয়ে পুলিশের কুমিল্লার রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, গত রবিবার দিবাগত রাতে হাইওয়ের ফেনীর অংশে নিয়মিত টহল দিচ্ছিল ফাজিলপুর থানার ওসি জাকারিয়াসহ পুলিশ সদস্যরা।