ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

বিশ্ব ভোক্তা অধিকার দিবস

বিশ্ব ভোক্তা অধিকার দিবস

ভোক্তা অধিকার বাস্তবায়নে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরো শক্তিশালী করার আহবানের মধ্য দিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাঙামাটি জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা করা হয়। গতকাল শনিবার রিজার্ভ বাজার জামে মসজিদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কনজ্যুমার এসোসিয়েশন রাঙামাটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসীন রানা। মানববন্ধনে বক্তব্য রাখেন, আল হাছনাইন নুরানী মাদ্রাসার পরিচালক হাফেজ মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, সঠিক দাম ও পরিমাপে মানসম্মত পণ্য পাওয়া সবার অধিকার। ভোক্তা ও ব্যবসায়ী উভয়কেই ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে। শিশু খাদ্যে ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ করতে হবে। পণ্যের মোড়কের তথ্যের সঙ্গে পণ্যের মানের মিল থাকা আবশ্যক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত