ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মদনে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

মদনে শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

নেত্রকোনার মদন উপজেলার দেওসহিলা গ্রামে গত সোমবার সকাল ৯টায় গোয়াল ঘর থেকে সৌরভ (৫/৬) নামের শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শিশু সৌরভ গত সোমবার ভোরে পাশের বাড়ির এক গৃহ শিক্ষকের কাছে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পাশের বাড়ির আশরাফ চৌ. (বনার) তার গোয়ালঘর পরিষ্কার করতে যায়। দরজা খুলে শিশুটির রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসে। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার দ্রুত মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সৌরভ মারা যায়।

ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, শিশু সৌরভ আমার পাশের বাড়ির। আজ সকালে শিশুটি বাড়ি থেকে বের হয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে না আসায় পরিবারের লোকজন পাশের বাড়ির বনার চৌধুরীর গোয়ালঘরে তার লাশ পায়। বিষয়টি খুবই দুঃখ জনক। আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত দোষিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শিশুটির বাবা সবিউল্লাহ জানান, আমার জানামতে কারও সঙ্গে শত্রুতা নেই। আমি এর সুষ্ঠু বিচার চাই। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, দেওসহিলার সৌরভ নামে এক শিশুর লাশ একটি গোয়াল ঘরে পাওয়া গেছে লাশের সুরতহাল করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত