ময়মনসিংহে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার ময়মনসিংহে পৃথক দুটি অভিযানে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে দুটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মিশুক উদ্ধার করা হয়েছে। ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার কোতোয়ালি মডেল থানার রহমতপুর এলাকায় আনার মিয়ার অটোরিকশা গ্যারেজের সামনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। আটকরা হলেন- উত্তরার পুলিশ লাইন এলাকার বাসিন্দা মৃত আবু সাঈদের ছেলে আনার মিয়া (২৬), সৈয়দগাঁওয়ের নান্দাইলের মৃত আ. খালেকের ছেলে মো. লিটন (৩৫), কোতোয়ালির মাইজবাড়ী লেংড়া বাজারের সুরুজ আলীর ছেলে মো. মাসুদ (৩০), ত্রিশালের দেওয়ানিয়া বাড়ি এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে কামরুল হাসান (৩০)।
অন্যদিকে, একইদিন ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি হলেন নেত্রকোনা সদরের মদনপুর এলাকার আ. সালাম ফকিরের পুত্র শামীম মিয়া (২৬)। বর্তমানে তিনি স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ভাড়াটিয়া। ডিবি পুলিশের এসআই (নি.) ফারুক আহমেদ জানান, আটকদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।