চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মো. জামাল, মো. হাসান, মো. নাসিম ও মো. সোহাগকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার এসব তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শহরের বড় স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত সন্ত্রাসী জামাল, হাসান, নাসিম ও সোহাগকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি হাতুড়ি, একটি ছুরি এবং ৪টি ইয়াবা ট্যাবলেট সেবনের ফিল্টার।