মৌলভীবাজারে গোয়েন্দা শাখা অভিযানে মাদকসহ এক মাদক কারবারি আটক হয়েছে। গত বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এএসআই মো. আবুল ভাসানীর নেতৃত্বে কনস্টেবল মোকারাবি আহমদ, কাজল রাজবংশী, কাজল দাস, জহিরুল ইসলাম ও মেহেদী হাসান সৌরভ অভিযান চালিয়ে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সুবিদপুর গ্রামের মোল্লাবাড়ী এলাকার থেকে উত্তম দেব (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেন। আটক উত্তম দেব ভূমিউড়া গ্রামের অশীন দেবের ছেলে। আটকের পর পুলিশ তল্লাশি চালিয়ে উত্তম দেবের কাছ থেকে ১১২ পিস ইয়াবা উদ্ধার করে।