কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে অজিত দেবনাথ (৬০) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত অজিত দেবনাথ বত্রিশ এলাকার স্থায়ী বাসিন্দা। নিহতের ছেলে বিশ্বজিত দেবনাথ জানান, তার বাবা ছাদ বাগান থেকে পুজার ফুল সংগ্রহ করতে যায়। এ সময় অসাবধানতাবশত বৃষ্টিভেজা ছাদে পা পিছলে চারতলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ছাদ বাগানে পানির পাইপ লাগানোর সময় দুর্ঘটনাটি ঘটে।