ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

দাউদকান্দিতে ২৪ দিনে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

দাউদকান্দিতে ২৪ দিনে ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু

কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি মাসে ছয়জনের মৃত্যু হয়েছে। দাউদকান্দি পৌরসভার ৫নং ও ৬নং ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ দুটি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে দাউদকান্দি পৌর প্রশাসক। পৌরসভায় গত ১ জুন থেকে এখন পর্যন্ত ডেঙ্গু সংক্রমণে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ছয়জন মারা গেছেন। এরমধ্যে পৌরসভার ৬নং ওয়ার্ডে চারজন, ৫নং ওয়ার্ডে একজন ও ৯নং ওয়ার্ডে একজন মারা গেছে। উল্লেখ্য, এরইমধ্যে দাউদকান্দি পৌরসভাকে উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে হটস্পট ঘোষণা করা হয়েছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দাউদকান্দি পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, দাউদকান্দিতে এ পর্যন্ত সর্বমোট ছয়জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত ১ জুন থেকে দাউদকান্দিতে সর্বমোট ১ হাজার ৮০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় দাউদকান্দিতে ৯৮ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (গৌরীপুর) হাসপাতালে ভর্তি রয়েছে। তিনি আরও জানান, ডেঙ্গু প্রতিরোধে আমরা এরইমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত