ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়- এ প্রতিপাদ্যে জেলায় উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত। দিবসটি উপলক্ষে গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

শরীয়তপুর : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে নাস্তার আয়োজন করা হয় পরিবেশ বান্ধব সুপারি পাতার বক্সে ও পলিথিন বিরোধী প্রচারণা হিসেবে আড়াইশ পাটের ব্যাগ গ্রাহক ও দোকানদারদের মধ্যে বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল নোমান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

কুষ্টিয়া প্রতিনিধি : পরিবেশ বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং (অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাশার।

নেত্রকোনা : দিবসটি উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরিফুল ইসলাম সরদার প্রশাসক নেত্রকোনা পৌরসভা। সভাপতিত্ব করেন, রাফিকুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নেত্রকোনা, মূল প্রবন্ধ স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মতিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সজল কুমার সরকার, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক এম কিবরিয়া চৌধুরী হেলিম, এআরএফবি চেয়ারম্যান ও বেলা নেটওয়ার্ক মেম্বার দিলওয়ার খান। পরিবেশবিদ বারসিক সমন্বয়কারী ওয়াহিদুর রহমান, পরিবেশ কর্মী আলপনা বেগম প্রমুখ। এসময় জেলা প্রশাসক পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন এবং সচেতনতা সৃষ্টিতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

শেরপুর : গতকাল সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাহীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুর কুতুবে আলম সিদ্দিক, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দুলাল, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে প্লাস্টিক দূষণরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহারে উৎসাহিত করার ওপর জোর দেন।

নীলফামারী : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও ১৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জেলা তথ্য অফিসার বায়েজীদ হোসেন, নীলফামারী জেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, নীলফামারী জেলা কার্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার (অ. দা.) রতন চন্দ্র রায়, নীলফামারী জেলা এনসিপির সদস্য আক্তারুজ্জামান, শামসুল হক শাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম-আহ্বায়ক বোরহান আহমেদ, নীলফামারী জেলা পরিবেশ সংরক্ষণ ও শব্দদূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন প্রমুখ।

চাঁদপুর : পরিবেশ সুরক্ষা বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে চাঁদপুরে উদযাপন হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় এসব অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ৯টায় দিবসের প্রথমে সার্কিট হাউজ থেকে র‌্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রণি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু তাহের, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকাওয়াত জামিল সৈকত।

কুড়িগ্রাম : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতি করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্ঠান শেষে জেলার সমাজসেবা অধিদপ্তর থেকে অসুস্থ, দুঃস্থ, অসহায়, অগ্নিদগ্ধ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অর্থ সহায়তার চেক তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ভুরুঙামারী) মাসুদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ূন কবির, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি প্রমুখ। জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

লালমনিরহাট : আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার। উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিজন কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাইখুল আরিফিন, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এর আগে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমনিরহাট সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রে এসে শেষ হয়েছে।

মুন্সীগঞ্জ : জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি পুনরায় জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

নড়াইল : জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের আয়েজনে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়নার সভাপতিত্বে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, নড়াইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মালেকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ : আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণের মধ্যদিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

গতকাল বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের হয়ে জেলা কালেক্টেরেট এলাকা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা (এডিএম) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মোহাইমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, সুনামগঞ্জে পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসার, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, সুনামগঞ্জ বায়োডাইভারসিটি অফিসার মাহমুদুল হক খান, মধুপুর মানবসেবা পরিষদের সভাপতি নেজামুল ইসলাম প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : উপজেলায় মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের (চঈঈ) সহযোগিতা র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে উপজেলা প্রশাসন। গতকাল সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। ইউএনও বলেন, প্লাস্টিক এখন বৈশ্বিক বিপর্যয়ের অন্যতম কারণ। এই দূষণ রোধে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কলি আক্তার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, মানবাধিকার কর্মী অঞ্জন সাংমা ও মোনালিশা হাজং প্রমুখ।

সরিষাবাড়ী (জামালপুর) : গতকাল সকালে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এমএ সাত্তার মেমোরিয়াল কলেজের আয়োজনে কলেজ হলরুমে আলোচনা সভা ও কলেজ আঙ্গিনা পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এমএ সাত্তার মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস ছামাদ। কলেজের ইংরেজি প্রভাষক রাশিদুল হাসান মিতুনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, প্রভাষক আবু তালেব রায়হান, মুশফিক আরা আলম, মো. কামরুল হাসান, আব্দুর রহমান, শাহনাজ পারভীন, শায়লা আক্তার মিশু প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত