ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

হাজীগঞ্জে বিএনপির জনসমাবেশ

হাজীগঞ্জে বিএনপির জনসমাবেশ

হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা বাজারে ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক। এ সময় তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি নতুন ও সমৃদ্ধ। যেখানে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হবে। আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো পুনর্গঠন হবে, রাজনৈতিক বৈষম্য দূর হবে এবং উন্নয়ন ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে। অপরাধীদের বিচার আইনের মাধ্যমে করা হবে, তবে কোনো নিরপরাধ ব্যক্তি বা রাজনৈতিক কর্মী হয়রানির শিকার হবে না। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, ঢাকা মহানগর আইনজীবী সমিতির সভাপতি মো. হাফিজুর রহমান রবি প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত