ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

রংপুরে টিসিবির পাঁচ পণ্যের জন্য হাহাকার

রংপুরে টিসিবির পাঁচ পণ্যের জন্য হাহাকার

রংপুরে টিসিবির পণ্য বিক্রি করতে হিমশিম খাচ্ছেন ডিলাররা। প্রতিদিন ট্রাকের সামনে মানুষের ভিড় সামাল দিতে পারছেন না তারা। টিসিবির পাঁচ পণ্য ক্রয়ের জন্য মানুষের হাহাকার লক্ষ করা যাচ্ছে। এই পণ্য নিতে আসা মধ্যবিত্ত ও শ্রমজীবী পরিবারগুলোর অনেকেই ট্রাকের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো কিছু ক্রয় করতে না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রংপুর নগরীর ১০টি এলাকায় টিসিবির পাঁচটি পণ্য বিক্রি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ২ কেজি মুসুরের ডাল, ২ কেজি ছোলাবুট, ২ লিটার সোয়াবিন তেল, ১ কেজি চিনি ও আধা কেজি খেজুর। এই পাঁচ পণ্যের প্যাকেজের মূল্য নেওয়া হচ্ছে ৫৯০ টাকা। একই পরিমাণ পণ্যগুলো বাইরে থেকে ক্রয় করতে গেলে ক্রেতাদের প্রায় ৪০০ টাকা বেশি গুনতে হয়। গতকাল বুধবার সরেজমিন রংপুর সমবায় মার্কেটের সামনে সকাল সাড়ে ১০টায় গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ১ হাজারেরও বেশি নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে আছেন। এরা সবাই শ্রমজীবী, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের সদস্য। পণ্য নিতে এসেছেন গৃহিণী মাজেদা বেগম বাসা নগরীর গুরপাড়ায় পরিবারের আয়ের উৎস একমাত্র স্বামী আজিজার রহমান। রিকসা চালানোর আয়ের উৎস দিয়ে সংসার চালান। বাজারের সব ধরনের পণ্যের দাম বেড়ে গেছে। ট্রাকগুলোর সামনে লাইনে দাঁড়িয়ে পণ্য ক্রয় করে তা আবার বাজার মূল্যে বিভিন্নজনের কাছে বিক্রি করছে। এই অবস্থায় এই সব পণ্য বিক্রির সময় কোনো তদারকি টিম না থাকায় এই পরিস্থিতি মোকাবিলা করা যাচ্ছে না। এ সম্পর্কে জানতে চাইলে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন বিষয়টি নজরে এসেছে। আমরা তদারকি টিমকে আরও নজরদারির জন্য ব্যবস্থা নিতে বলেছি। যাবে প্রকৃত উপকারভোগীরা এই সুযোগ পায়। টিসিবির রংপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন নগরীর ৩৩টি ওয়ার্ডে ১০টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। এভাবে চক্রাকারে প্রতিদিন ১০টি স্থানে পণ্য বিক্রি করতে সমস্যা হচ্ছে কারণ, প্রতিটি স্থানে ৪০০ জনের জন্য বরাদ্দ থাকলেও লোকজন প্রায় এক হাজারের অধিক উপস্থিত হন। ফলে মানুষের চাহিদা পূরণ করা যাচ্ছে না। টিসিবির পণ্য ক্রয়ে সাশ্রয় হওয়ায় এই পরিস্থিতি হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত