২১ মামলার আসামি ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট আছে, মাদক ও ডাকাতিসহ ২১টি মামলা রয়েছে।