ঢাকা শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে যুবলীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজারে যুবলীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমেদ বাহাদুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তার সোহেল আহমেদ বাহাদুর জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থানের তথ্য পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত