দাগনভূঞা উপজেলায় আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তার প্রেক্ষিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার স.ম. আজহারুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় জানানো হয়, উপজেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবার প্রস্তুত রয়েছে। সভায় উপজেলার দুর্যোগব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় হয়ে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে প্রতিটি মসজিদের মাইকের মাধ্যমে সতর্কতামূলক বার্তা দেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সকল ইউনিয়নে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এস.এম সোহরাব আল হোসাইন, উপজেলা মৎস্য কর্মকর্তা মিরাজুল ইসলাম, থানার উপ-পরিদর্শক (এসআই) বলরাম চন্দ্র পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, প্রকৌশলী (এলজিইডি) মাছুম বিল্লাহ, সহকারী প্রকৌশলী (পৌরসভা) জোনায়েদ কাইছার সৌরভ, যুব উন্নয়ন কর্মকর্তা তাফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান মজুমদার, পল্লী বিদ্যুতের এজিএম বিষ্ণু শীল, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল হক, এনজিও মুসলিম এইড-এর শাখা ব্যবস্থাপক আজিজুর রহমান, সিডীপের ব্রাঞ্চ ম্যানেজার ইউনুছ আলী প্রমুখ।