
মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির ১৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আলমগীর। উক্ত সভায় কমিটির সদস্য মোস্তফা কামাল, মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি