ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

এএএবি আয়োজন করল নেটওয়ার্কিং হাব

এএএবি আয়োজন করল নেটওয়ার্কিং হাব

বাংলাদেশ অ্যাডভার্টাইজিং অ্যাজেন্সিজ অ্যাসোসিয়েশন (এএএবি) আয়োজন করেছে নেটওয়ার্কিং হাব। গত সোমবার বনানী ক্লাব ব্যাংকোয়েট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অতিথি হিসেবে ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। এতে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন সংস্থা ও ব্র্যান্ডের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা অংশ নেন। তারা বাজারের পরিবর্তন, সৃজনশীলতার প্রভাব এবং সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেন। ৩৫টি বিজ্ঞাপন সংস্থা থেকে ৬৫ জন প্রতিনিধি এ অনুষ্ঠানে যোগ দেয়। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিএমও ফারহা নাজ ও অন্যান্য মূল মার্কেটিং বিভাগের প্রতিনিধিরা। এএএবির নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি সানাউল আরেফিন, সহ-সভাপতি নাজিম ফারহান চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন, যুগ্ম সম্পাদক এমএ মারুফ, সদস্য ড. মোহাম্মদ রিসালাত সিদ্দিকী এবং সদস্য মেহেরুন ইসলাম কনকা। অনুষ্ঠান শুরু হয় এএএবির যুগ্ম সম্পাদক এমএ মারুফের স্বাগত বক্তব্য দিয়ে। এরপর সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন একটি প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন বিজ্ঞাপন শিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ যারমধ্যে ছিল ভ্যাট ও ট্যাক্স ইস্যু, মেধাস্বত্ব সুরক্ষা, অ্যাজেন্সি পিচ ফি ইত্যাদি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

নেটওয়ার্কিং হাব,এএএবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত