ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ছিনিয়ে নেয়া মাদক কারবারি আটক

ছিনিয়ে নেয়া মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে আটক প্রিয় ইসলাম (১৭) নামে এক মাদক কারবারি ছিনিয়ে নেয়ার পর আটক করা হয়েছে। গতকাল বুধবার ঠাকুরাগাঁও সদর উপজেলার পৌর শহরের গোবিন্দ নগর ওড়াওঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাহমুদা রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দ নগর এলাকায় মাদক ব্যবসায়ী প্রিয়র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে ১২ পিস ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। তাকে নিয়ে যাওয়া সময় তার সহযোগী আরিফ হোসেন (২৫), রাজা (২৩) ও বিজ্বয় (২২) হঠাৎ করে হামলা চালিয়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় প্রিয়কে ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সদর উপজেলা ইউএনও কে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন এবং পরে একই এলাকায় আবারও অভিযান পরিচালনা করে ইমরান নামে এক মাদকসেবীকে আটক করেন। পরে ইমরানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একমাস সশ্রম কারাদণ্ড ও একশ টাকা জ্বরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত