ঢাকা সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি মঞ্জুর আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঞ্জুর আলম উপজেলার সরাইচন্ডি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকালে উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে মঞ্জুর আলমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৯৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত