ঢাকা সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আদমদীঘি ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আদমদীঘি ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আদমদীঘি উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সঙ্গে আদমদীঘি প্রেসক্লাব ও সান্তাহার প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা উপজেলার সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির হাটে সরকারি নির্দেশনামতে টোল আদায় না করে অতিরিক্ত হারে টোল আদায় করা হ্েচ্ছ কিনা এবং দরিদ্রদের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণে অনিয়ম করা হচ্ছে কি না, তা জানা থাকলে তাকে তৎক্ষাণিক অবগত করার জন্য আহ্বান জানান।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহ-সভাপতি বেনজীর রহমান, সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ-সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল আহমেদ, সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, তরিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত