চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে নিরাপদ যাত্রা নিশ্চিতকল্পে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘নিরাপদ ও দক্ষ ড্রাইভিং: বিশ্ববিদ্যালয় চালকদের দক্ষতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে প্রশিক্ষণটি গত বুধবার সকাল সাড়ে ৯টায় আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন গাকৃবির চালক, হেল্পার, ফিল্ড স্টাফসহ ৩৮ জন কর্মচারী।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাজীপুর এর সহকারী পরিচালক (প্রকৌশল) আব্দুল্লাহ আল মামুন, যান্ত্রিক ও উৎপাদন প্রকৌশল বিভাগের ফারহান ফয়সাল, গাকৃবির যানবাহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল এবং গাকৃবির মেডিকেল অফিসার আবদুল্লাহ্ আল মেহেদী হাসান। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সভাপতি ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।