
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও আমেরিকার পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েনের (পিএফডব্লিউ) যৌথভাবে অনার্স প্রোগ্রাম চালু করেছে। বাংলাদেশে একাডেমিক উৎকর্ষতার জন্য একটি নতুন মানদন্ড স্থাপনের লক্ষ্যে অংশিদারিত্বের ভিত্তিতে এ প্রোগ্রাম চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ডক্টর আমিনুল ইসলাম সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনার্স প্রোগ্রাম চালু করা হয়। এই প্রোগ্রামটি আমেরিকার পারডু ইউনিভার্সিটি ফোর্ট ওয়েন (পিএফডব্লিউ) এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। যা একটি গুরুত্বপূর্ণ একাডেমিক অংশীদারিত্ব চিহ্নিত করে এবং যা স্থানীয় উদ্ভাবনে বিশ্বব্যাপী দক্ষতা নিয়ে আসে। ব্যতিক্রমী স্নাতক শিক্ষার্থীদের জন্য তৈরি, অনার্স প্রোগ্রামটি সমৃদ্ধ পাঠ্যক্রম, আন্তঃবিষয়ক শিক্ষার সুযোগ, পরামর্শদান এবং উন্নত গবেষণা এবং সম্প্রদায় প্রকল্পে অংশগ্রহণ প্রদান করবে। আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমআর কবির। এরপর পিএফডব্লিউ-এর জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আহমেদ মুস্তাফার একটি ভিডিও বার্তা পরিবেশন করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পিএফডব্লিউ-এর অনার্স প্রোগ্রামের পরিচালক এবং এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং-এর পরিচালক মিসেস ফারাহ আমের কম্বস, উপদেষ্টা পরিষদের সদস্যরা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের ডিন ইন-চার্জ অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিনের বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনার্স পোগ্রামের পরিচালক মিসেস তাহসিনা ইয়াসমিন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি