
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী আরবি ভাষার শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের রিয়াদস্থ ‘কিং সালমান গ্লোবাল একাডেমি ফর এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’ যৌথভাবে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, আরবি ভাষার বিশ্বব্যাপী প্রসার ও শিক্ষকদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ভাইস চ্যান্সেলর বলেন, ‘আরবি ভাষা কেবল ধর্মীয় শিক্ষার মাধ্যম নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ ও জ্ঞানচর্চার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের শিক্ষকরা আরবি ভাষার গভীরতা ও শিক্ষণ কৌশল আয়ত্ত করতে সক্ষম হবেন, যা দেশে আরবি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ কর্মশালায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সৌদি থেকে আগত ‘কিং সালমান গ্লোবাল একাডেমি ফর এ্যারাবিক ল্যাঙ্গুয়েজ’ এর পক্ষে ড. আব্দুর রহমান আল আমরি, প্রফেসর ড. আব্দুর রহমান আল জোহানী (উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়), সহকারী অধ্যাপক ড. সালমান আল হারবি (ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা মোনাওয়ারা) এবং জনাব মাহা আল ফোরাইহী উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি