ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

প্রথমবার যুক্তরাজ্যে শোতে ঐশী

প্রথমবার যুক্তরাজ্যে শোতে ঐশী

বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম আলোচিত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা ফাতিমা তুয জোহরা ঐশী এবারই প্রথম স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করতে যুক্তরাজ্যের উদ্দেশ্যে গতকাল রাতে রওয়ানা হয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘ফোক কনসার্ট’-এ গান গাইবেন ঐশী। ঐশী জানান আগামী ২৭ মে যুক্তরাজ্যের লন্ডনে এবং ২ জুন বার্মিংহামে ‘ফোক কনসার্ট’-এ সঙ্গীত পরিবেশন করবেন তিনি। এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন ঐশী ও সঙ্গীতে তার অভিভাবক, দিক নির্দেশক তারই মা নাসিমা মান্নান। নাসিমা মান্নান, জানান প্রথমবার ঐশী লন্ডনে যাচ্ছেন তার পুরো ‘ঐশী এক্সপ্রেস’ টিম নিয়ে। সঙ্গে তিনিও যাচ্ছেন। পরপর দুটি শো শেষে আগামী ৪ জুন দেশে ফিরবেন তারা। দেশে ফিরে ঈদের পর আগামী ৯ জুন টাঙ্গাইলের মধুপুরের ‘মধুপুর শহিদ স্মৃতি এলামনাই অ্যাসোসিয়েশন’ আয়োজিত অনুষ্ঠানে মধুপুরেই সঙ্গীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন ‘মধুপুর শহিদ স্মৃতি এলামনাই অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ।

যুক্তরাজ্য,ঐশী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত