ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

গাছে পরিপক্ব হলেই পাড়া যাবে আম

গাছে পরিপক্ব হলেই পাড়া যাবে আম

এবারও চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার। ফলে গাছে আম পাকা দেখা দিলেই পাড়া যাবে। গত বৃহস্পতিবার কালেক্টরেট চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে এতথ্য জানিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। তিনি বলেন, বিগত দু’বছরের মতো এবছরও চাঁপাইনবাবগঞ্জ জেলায় কোনো প্রকার ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন করা হবে না। ফলে গাছে আম পাকা দেখা দিলেই পাড়া যাবে। এ ব্যাপারে আমচাষিদের জেলা প্রশাসন ও কৃষি বিভাগ সহযোগিতা করবে। ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন বিপণন পরিবহন ও বাজারজাত বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভার শুরুতেই আমচাষি ও ব্যবসায়ীদের মতামত নেয়া হয়। তারা জানান, অন্যান্য জেলার থেকে চাঁপাইনবাবগঞ্জের আম কিছু সময় পরে পাকা দেখা দেয়। সেজন্য ম্যাংগো কালেন্ডারের কোনো প্রয়োজন নেই।

আমচাষিরা বলেন, জেলার আম বাগানগুলোয় ৩ দফায় মুকুল আসে। যেসব গাছে অগ্রীম মুকুল আসে সেসব গাছে আগেই আম পাকে। যদি গাছ থেকে আম নামানোর সময়সীমা নির্ধারণ করা হয়। তাহলে আগাম মুকুলের গাছগুলোয় আম পেকে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। প্রশাসনের প্রণয়ন করা ম্যাংগো ক্যালেন্ডারের জন্য সে আমগুলো গাছ থেকে নামানো সম্ভব হবে না। এজন্য আম ক্যালেন্ডার প্রণয়নের কোনো প্রয়োজন নেই। চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়শনের সভাপতি মুনজের আলম মানিক বলেন, গাছ থেকে আম নামানোর জন্য নির্দিষ্ট কোনো সময়সীমার প্রয়োজন নেই। আগামী ১০ দিন পর গাছ থেকে আম নামানো যাবে। সুতরাং জেলায় ম্যাংগো ক্যালেন্ডারের প্রয়োজন নেই।

জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেন, বিগত দুবছরে গাছ থেকে আম নামানোর সময়সীমা বেধে না দেওয়ায় কোন ধরনের অনিয়ম হয়নি। অপুষ্ট-অপরিপক্ক আম গাছ থেকে পাড়া হয় না। এ অভিজ্ঞতার আলোকে এবারও ম্যাংগো ক্যালেন্ডার থাকছে না। অপরিপক্ক আম বাজারজাত না হয় সেদিকেও নজরদারি থাকবে। পরিবহনের বিষয়ে তিনি বলেন, রেলওয়ে বিভাগ জানিয়েছে এই জেলার আম পাড়া শুরু হলেই বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের জন্য আমাদের সহযোগীতা করবেন। একইভাবে ডাকবিভাগ তাদের বিশেষ উদ্যোগের মাধ্যমেও বিভিন্ন জায়গায় কমখরচে আম পরিবহনে সহযোগিতা করবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী, পশ্চিমাঞ্চল রেওলয়ের উপপ্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক আনোয়ার হোসেন, আমচাষি রফিকুল ইসলাম, আহসান হাবিব, ইসমাইল খান শামীম প্রমুখ।

আম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত